মঙ্গলবার - ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে আবারও অভিযানে ১ গেরিলা নিহত 

ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে আবারও অভিযানে ১ গেরিলা নিহত

 

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে আবার সাফল‍্য পেল নিরাপত্তা বাহিনী। সোমবার (৩ ফেব্রুয়ারি ) সকালে বস্তার ডিভিশনের কাঁকের জেলায় গুলির লড়াইয়ে নিষিদ্ধ সংগঠন সিপিআই ( মাওবাদী) এর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) এর এক সদস্যের মৃত্যু হয়েছে বলে পুলিশের দাবি। উত্তর বস্তার এবং মাঢ় ডিভিশনের সীমানায় অবুঝমাঢ়ের জঙ্গলের দুর্গম এলাকায় কেন্দ্রীয় বাহিনী বিএসএফ, ছত্তিশগড় সশস্ত্র পুলিশ এবং ” ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড) বাহিনীর যৌথ অভিযানে এই সাফল‍্য মিলেছে বলে পুলিশের দাবি। এনিয়ে গত ১ মাসের অভিযানে বস্তার ডিভিশনে সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য রামচন্দ্র রেড্ডি ওরফে চলপতি সহ মোট ৩৪ জন গেরিলার মৃত্যু হল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn