ছত্তিশগড়ে পুলিশের গাড়ি আইইডি বিস্ফোরণে উড়িয়ে দিল মাওবাদীরা ! নিহত অন্তত ৯ জওয়ান
কেন্দ্রীয় আধা সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই ভারতের ছত্তিশগড়ে প্রত্যাঘাত করল মাওবাদীরা। সোমবার (৬ জানুয়ারি ) বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তাবাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিল নিষিদ্ধ সিপিআই( মাওবাদী)র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। প্রাথমিক খবর জানা যায়, ওই হামলায় অন্তত ৯ জন জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত বেশ কয়েকজন। ওই গাড়িতে ” ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড” বাহিনীর জওয়ানেরা ছিলেন বলে পুলিশ সূত্রের খবর। সংবাদ সংস্থা জানান, বেদ্রে- কুতরু রোডের পাহাড় ও জঙ্গল ঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ড মাইনের ” ফাঁদে” পড়ে ওই গাড়িটি।
Post Views: ৫২