
ছত্তিশগড়ে নিহত ২২ মাওবাদী ! পাল্টা হামলায় ১ জওয়ান নিহত
ভারতের ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিহত ২২ জন মাওবাদী। পাল্টা হামলায় প্রাণ হারালেন নিরাপত্তাবাহিনীর ১ সদস্য। গুরুতর আহত আরও ২ জন। পুলিশ সূত্রে প্রকাশ, রবিবার (২০ মার্চ) সকালে বিজাপুর জেলায় মাওবাদী ও পুলিশের মধ্যে ২টি পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় নিহত হন অন্তত ২২ জন। মাওবাদীদের পাল্টা হামলায় শহিদ হন ১ নিরাপত্তাবাহিনীর সদস্য। গুরুতর আহত আরও ২জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, এখনও ২ পক্ষের গুলির লড়াই চলছে। চলিত বছর জানুয়ারি থেকে যৌথবাহিনী ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং ওড়িশায় আন্তঃরাজ্য অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই এই ৩ রাজ্যে ২০০ এর বেশি মাওবাদী মারা গেছে।
Post Views: ৩৬