শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ছত্তিশগড়ে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে দুর্ঘটনায় ২ জন নিহত 

ছত্তিশগড়ে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে দুর্ঘটনায় ২ জন নিহত

 

ভারতের ছত্তিশগড়ে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হল ২ শ্রমিকের। আহত আরও কয়েকজন। শনিবার (১১ জানুয়ারি ) দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে প্রকাশ, রায়পুরের ভিআইপি রোডের পাশে বিশালনগর এলাকার এক নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ওই বহুতলের ৭ এবং ১০ তলায় কাজ হচ্ছিল শনিবার (১১ জানুয়ারি ) দুপুর সাড়ে ৩ টায় আচমকাই নির্মীয়মাণ চাঁই ভেঙে পড়ে। শ্রমিকেরা লোহার সরঞ্জামের নিচে আটকে রয়েছেন অনেকে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। রায়পুরের এসএসপি লক্ষণ পাটলে জানান, ধ্বংসস্তূপের তলায় আর কেউ আটকে রয়েছে কিনা, তা নিশ্চিত করার কাজ চলছে। ঘটনাস্থলে সন্ধ‍্যা পর্যন্ত ছিল উদ্ধারকারী দল। তবে নতুন করে কোনও আহতের সন্ধান মেলেনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn