
ছত্তিশগড়ে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে দুর্ঘটনায় ২ জন নিহত
ভারতের ছত্তিশগড়ে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হল ২ শ্রমিকের। আহত আরও কয়েকজন। শনিবার (১১ জানুয়ারি ) দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রে প্রকাশ, রায়পুরের ভিআইপি রোডের পাশে বিশালনগর এলাকার এক নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ওই বহুতলের ৭ এবং ১০ তলায় কাজ হচ্ছিল শনিবার (১১ জানুয়ারি ) দুপুর সাড়ে ৩ টায় আচমকাই নির্মীয়মাণ চাঁই ভেঙে পড়ে। শ্রমিকেরা লোহার সরঞ্জামের নিচে আটকে রয়েছেন অনেকে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। রায়পুরের এসএসপি লক্ষণ পাটলে জানান, ধ্বংসস্তূপের তলায় আর কেউ আটকে রয়েছে কিনা, তা নিশ্চিত করার কাজ চলছে। ঘটনাস্থলে সন্ধ্যা পর্যন্ত ছিল উদ্ধারকারী দল। তবে নতুন করে কোনও আহতের সন্ধান মেলেনি।