ছত্তিশগড়ে নির্মীয়মাণ কারখানায় চিমনি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ৪
ভারতের ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলার সারগাঁও থানার রামবোদ অঞ্চলে নির্মীয়মাণ ইস্পাত কারখানায় চিমনি ধসে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, ২৫ জনের ও বেশি শ্রমিক ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। এরমধ্যে অনেকেরই মৃত্যুর খবর মিলছে। শেষ পাওয়া খবর অনুসারে, অন্তত ৪ শ্রমিকের প্রাণহানি হয়েছে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পুলিশ এবং স্থানীয় প্রশাসনের কর্তাসহ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ভারী যন্ত্রপাতির সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) বিকেলে ওই কারখানায় বহু শ্রমিক কাজ করছিলেন। সেই সময় হঠাৎ চিমনি ভেঙে পড়ে যায়। অনেক শ্রমিক চিমনির ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছেন। মুঙ্গেলির পুলিশ সুপার ভোজরাম প্যাটেল জানিয়েছেন, ইস্পাত কারখানায় লোহার তৈরি গম্বুজাকৃতি চিমনি ভেঙেছে। একই সিলো বলা হয়। কারখানার জিনিসপত্র ওই লোহার কাঠামোর ভিতরে সংরক্ষণ করা হয়। পুলিশ এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার কাজ চলছে।