শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, ৮ মাওবাদী নিহত 

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই, ৮ মাওবাদী নিহত

 

শনিবার (১ ফেব্রুয়ারি ) ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদী নিহত হয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে, গঙ্গালুর থানা এলাকার জঙ্গলে এদিন সকাল ৮টা ৩০ মিনিটে নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযান চালায়। সেই তল্লাশির মাঝেই বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় হয়। এই সংঘর্ষে প্রাণ হারায় ৮ জন নকশালের। ছত্তিশগড় পুলিশের এক সিনিয়র কর্তা জানিয়েছেন, পশ্চিম বস্তার ডিভিশনের নকশাল ক‍্যাডারদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ‍্যের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি ) থেকে অভিযান শুরু করা হয়। জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), রাজ‍্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স( সিআরপিএফ), এলিট ইউনিট কোবরা( কমান্ডো ব‍্যাটালিয়ন ফর রেজোলিউট অ‍্যাকশন) কর্মীরা এই অভিযানে অংশ নিয়েছিল। বাহিনী অভিযানে কিছুটা এগোতেই মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে। অভিযান জারি রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং আরও গোয়েন্দা তথ‍্য সংগ্রহের জন‍্য এলাকায় টহল ও তল্লাশি অভিযান অব‍্যাহত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn