
ছত্তিশগড়ের সুকমায় গুলির লড়াইয়ে ১৬ মাওবাদী নিহত
ভারতের ছত্তিশগড়ের সুকমায় ফের বড় সাফল্য। শুক্রবার (২৮ মার্চ) রাত থেকে চলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ১৬ মাওবাদী নিহত। ২ জওয়ান আহত হয়েছেন। মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। কেরলাপাল এলাকায় মাওবাদীরা ঘাঁটি গেড়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ যৌথ অভিযান চালায়। শুক্রবার (২৮েৌৈ মার্চ) রাতভর গুলির লড়াই চলার পর ১৬ জন মাওবাদী নিহত হয়। ২ জন জওয়ান আহত হন। এখনও মাওবাদী নিকেশ অভিযান চলছে বলে খবর। উল্লেখ্য, ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদী নিমূর্ল করার শপথ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই কড়া হাতে মাওবাদী দমনে নেমেছে কেন্দ্র ও রাজ্য সরকার।
Post Views: ৫৩