রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে ৩ মাওবাদী নিহত 

ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে ৩ মাওবাদী নিহত

 

শনিবার (১২ এপ্রিল ) সকালে ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে নেমে বিরাট সাফল‍্য। গুলির লড়াইয়ে নিহত ৩ মাওবাদী। এই নিয়ে চলতি বছরে দেশজুড়ে নিহত হলেন ১৩৮ জন নকশালপন্থী। বস্তার বিভাগের পুলিশ আধিকারিক সুন্দররাজ পি জানান, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকাল ৯ টায় ইন্দ্রবতী জাতীয় উদ‍্যানের গভীর জঙ্গলে অভিযান চালায় যৌথবাহিনী। বিজাপুর এবং দান্তেওয়ারার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় ৩ মাওবাদীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক। চলিত বছরে নিরাপত্তা বাহিনীর অভিযানে এই নিয়ে ১৩৮ জন মাওবাদী নিহত হয়েছে। শুধু বস্তার বিভাগের ৭ জেলায় মৃত্যু হয়েছে ১২২ জন মাওবাদীর। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ‍্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাও বিরোধী অভিযান আরও গতি পেয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn