মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছত্তিশগড়ের বস্তারে গুলির লড়াই, ২ মাওবাদীর মৃত্যু 

ছত্তিশগড়ের বস্তারে গুলির লড়াই, ২ মাওবাদীর মৃত্যু

 

ভারতের ছত্তিশগড়ের বস্তারে মাওবাদীদের তরফে শান্তি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মাঝে বস্তারেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফের প্রাণ গেল ২ মাওবাদীর। পুলিশ সূত্রে প্রকাশ, নিহতদের মাথার উপর সমষ্টিগতভাবে ১৩ লক্ষ টাকার পুরস্কার ধার্য করা হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্র ও। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মাওবাদীদের নাম হালদার এবং রামে। হালদার মাওবাদীদের পূর্ব বস্তার ডিভিশনের কমান্ডার ছিলেন। রামে ছিলেন এলাকা কমিটির সদস্য। হালদার এবং রামের মাথার উপর যথাক্রমে ৮ লক্ষ এবং ৫ লক্ষ টাকা পুরস্কার ছিল। তাই এই অভিযানকে মাওবাদী দমনে নতুন সাফল্য বলেই মনে করছে নিরাপত্তা বাহিনী। বস্তার রেঞ্জের ডিজিপি সুন্দররাজ পি সংবাদ সংস্থাকে বলেন, ” মঙ্গলবার (১৫ এপ্রিল ) সন্ধ্যায় কোন্ডাগাঁও এবং নারায়ণপুর জেলার সীমানায় কিলাম-বারগুম গ্রামের একটি জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। তখনই হঠাৎ নিরাপত্তা কর্মীদের লক্ষ‍্য করে মাওবাদীরা গুলি ছুড়তে শুরু করেন। শুরু হয় ২ পক্ষের গুলির লড়াই। শেষমেশ মৃত্যু হয় ২ মাওবাদীর। সঙ্গে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এলাকায় আরও কেউ গা ঢাকা দিয়ে রয়েছেন কি না জানতে এখন ও তল্লাশি অভিযান চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn