
চৈত্র গাজনে মেতে উঠেছে সন্ন্যাস ও সন্ন্যাসিনী। অন্নপূর্ণা ঘাটের শিব মন্দিরে
আজ ৭ই এপ্রিল সোমবার, সারাদেশে পালিত হচ্ছে চরিত্র গাজন, কলকাতা সহ বিভিন্ন জেলা ও গ্রামগঞ্জের শিব মন্দির গুলিতে, বহু সন্ন্যাস ও সন্ন্যাসিনী বিভিন্ন জায়গা থেকে তাহাদের সন্যাস ব্রত পালন করছেন।
আজ বাগবাজার অন্নপূর্ণা ঘাটে, চলল তারই উৎসব ও সন্ন্যাস সন্ন্যাসিনীদের উল্লাস। আর একটা স্লোগান ভোলে বাবা পার করেগা, বাজনা বাদ্দিসহকারে মেতে উঠেছে নৃত্যে, কারো কারো হাতে মহাদেবের ত্রিশূল এবং মহাদেবের ফটো। এই উৎসব চলবে ১লা বৈশাখ পর্যন্ত, বহু ভোক্তা ব্রত পালন করছেন।
প্রতিদিন দুপুর থেকে ভক্তারা , স্নান করে, বাবার ছবি নিয়ে নাচতে নাচতে সারা এলাকা পরিদর্শন করে পুনরায় তারা বাবার মন্দিরে এসে উপনীত হচ্ছেন। তারপর তারা নিজেদের অন্য ভোগ অর্থাৎ ফলমূল খাচ্ছেন। এভাবে ছাড়া একটা মাছ তাদেরকে কত পালন করতে হবে।
বিকেল হলেই ভিড় জমছে মন্দিরে মন্দিরে, আবার অনেককেই দেখা যাচ্ছে এই সকল সনাসন্ন্যাসীদের জন্য ফলমূল প্রদান করতে,
তবে এক বক্তার কাছে জানতে পারি, এই একটা মাস বাবার আরাধনা করে আমরা খুব ভালো থাকি। আলাদা আনন্দ ও মনোবল আমাদের মধ্যে আসে, বাবা আমাদের অনেক শক্তি দেন, নিজেদেরকে ক্লান্ত মনে হয় না, ঢাক ঢোলের সাথে আমরা নিজেদের মাতিয়ে তুলি ধুনোর গন্ধে, ভোলে বাবার জয়ধ্বনিতে। এমনকি পথ চলতি মানুষ আমাদেরকে আরও উৎসাহ যোগান, আমাদের সাথে ভোলে বাবার উলুধ্বনি ও শঙ্খ ধ্বনি দিয়ে। দেখা গেল নদীর ধারে ধারে যে সকল শিব মন্দির রয়েছে সেখানে ভক্তদের সমাগম। দূর দূরান্ত থেকে মানুষ এই উৎসব ও পুজো দেখতে ভিড় জমান।