বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চেতন সাম্য বইয়ের মোড়ক উন্মোচন

চেতন সাম্য বইয়ের মোড়ক উন্মোচন

 

পবিত্র ঈদ উল ফিতরের দিন সোমবার গতকাল ৩১ মার্চ  আওলাদে রাসুল (দ.) মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহাবারে আলম আলহাজ্ব  শাহ সুফি  সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.) “চেতন সাম্য” বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বইয়ের লেখক এস এম এম সেলিম উল্লাহ মাইজভান্ডারী, বইটির প্রকাশক লায়ন ড়াঃ বরুণ কুমার আচার্য বলাই।

আরও উপস্থিত ছিলেন গাউসিয়া হক মনজিলের অফিস কর্মকর্তা মোহাম্মদ সাহাব উদ্দীন কুতুবী, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) র, রওজা শরিফের খাদেম মাওলানা মোহাম্মদ হাবিব উল্লাহ সিকদার, মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ জাফর,  মোহাম্মদ তামজিদ হোসাইন, আব্দুর রহমান টিটু সহ প্রমুখ।

বইটি দারুল আফকার – খানকা, ফটিকছড়ি ছাদেকনগর লেখকের নিজবাড়ি, ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগীরি আশ্রম, মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন লাইব্রেরী সহ চট্টগ্রাম আলোক ধারা বুক্স দোকান নং: ১৮-১৯, লেভেল: ১, সাফ আমিন শপিং মল, ১৫৮ কলেজ রোড, চকবাজার, চট্টগ্রামে পাওয়া যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn