সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

চুয়েটে স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় চট্টগ্রাম স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩  সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার ( ৩১অক্টোবর) বিকালে  চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাল্টিপারপাস ভবন মিলনায়তনে  অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. ফিরোজ আলম।
শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক সভাপতিত্বে
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডার্স ট্রাস্ট বাংলাদেশের প্রকল্প ও যোগাযোগ শাখার বিভাগীয় প্রধান প্রকৌশলী কাজী তারানা।

স্মার্ট কর্মসংস্থান মেলায় দেশের প্রথম সারির ২০টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। মেলায় আগ্রহী চাকুরিপ্রত্যাশীগণ পছন্দমত চাকরি নিতে আবেদন করার সুযোগ পান এবং প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে কর্মী বাছাই ও নিয়োগ প্রদানের সুযোগ দেন। এছাড়া কর্মসংস্থান মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে চুয়েটের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn