
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের আয়োজনে “সৃজনশীলতা এবং উদ্ভাবন: বৈজ্ঞানিক গবেষণায় চ্যালের্ঞ্জ” (Creativity and Innovation: Challenges in Scientific Research) শীর্ষক এক সেমিনার সম্পন্ন হয়েছে। আজ ১৯ই মে (রবিবার) ২০২৪ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর এর অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, IEEE Bangladesh Section এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেন। সেমিনারে রিসোর্স পারসন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিও ফিজিক্স ও ইলেক্ট্রনিক্স ইনস্টিটিউট এর অধ্যাপক ড. দেবাতোস গুহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের প্রভাষক জনাব প্রিয়ন্তি পাল টুম্পা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, আমরা স্মার্ট ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে ওঠার স্বপ্ন দেখি। এই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে আমাদের সৃজনশীল ও উদ্ভাবনী হতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি চুয়েটকে দেশের প্রথম আইটি ইনকিউবেটর দেওয়ার জন্য যেখানে আমরা নিজেদের উদ্ভাবন ও সৃজনশীলতাকে দিন-রাত চর্চা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এই চর্চার ধারা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে আমরা বাংলাদেশে সবার চেয়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসেবে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবো।