সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

চুয়েটে বৈজ্ঞানিক গবেষনায় সৃজনশীলতা ও উদ্ভাবন বিষয়ক সেমিনার সম্পন্ন

চুয়েটে বৈজ্ঞানিক গবেষনায় সৃজনশীলতা ও উদ্ভাবন বিষয়ক সেমিনার সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের আয়োজনে “সৃজনশীলতা এবং উদ্ভাবন: বৈজ্ঞানিক গবেষণায় চ্যালের্ঞ্জ” (Creativity and Innovation: Challenges in Scientific Research) শীর্ষক এক সেমিনার সম্পন্ন হয়েছে। আজ ১৯ই মে (রবিবার) ২০২৪ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর এর অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহামদ মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, IEEE Bangladesh Section এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেন। সেমিনারে রিসোর্স পারসন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিও ফিজিক্স ও ইলেক্ট্রনিক্স ইনস্টিটিউট এর অধ্যাপক ড. দেবাতোস গুহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের প্রভাষক জনাব প্রিয়ন্তি পাল টুম্পা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জামাল উদ্দিন বলেন, আমরা স্মার্ট  ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে ওঠার স্বপ্ন দেখি। এই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে আমাদের সৃজনশীল ও উদ্ভাবনী হতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি চুয়েটকে দেশের প্রথম আইটি ইনকিউবেটর দেওয়ার জন্য যেখানে আমরা নিজেদের উদ্ভাবন ও সৃজনশীলতাকে দিন-রাত চর্চা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এই চর্চার ধারা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে আমরা বাংলাদেশে সবার চেয়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসেবে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn