শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চুয়েটে “এডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্স রিসার্চ” ল্যাবের উদ্বোধন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পদার্থ বিজ্ঞান বিভাগে “এডভান্সড কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল্স রিসার্চ ল্যাবরেটরি (এসিএমআরএল)” এর উদ্বোধন করা হয়েছে।  ৯ই মে (মঙ্গলবার) ২০২৩ খ্রি. সকাল ১০:৪০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত উক্ত ল্যাবের শুভ উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বপন কুমার রায় এবং পদার্থ বিজ্ঞান বিভাগসহ চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ইউনেস্কোর অধীনে দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS)-এর গবেষণা অনুদান চুক্তির আওতায় এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। উক্ত প্রকল্পের প্রধান গবেষক হিসেবে কাজ করবেন চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী। এছাড়া গবেষক হিসেবে আরও কাজ করবেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সালেহ হাসান নাকীব, চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মহি উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. নুসরাত জাহান ও সহকারী অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন। এছাড়া উক্ত গবেষণা প্রকল্পের সাথে চুয়েট এবং দেশের আরও ৪টি বিশ^বিদ্যালয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, তুরস্কের গাজী ইউনিভার্সিটি, ভারতের ইউনিভার্সিটি অব কলকাতার গবেষণা সম্পর্কিত কোলাবোরেশন রয়েছে। এই প্রকল্পের অর্থায়নে প্রতিষ্ঠিত গবেষণাগারে বর্তমানে দুজন পিএইচডি, দুজন এমফিল ও ১২ জন এমএসসি পর্যায়ে ছাত্র-ছাত্রীর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn