মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

চুয়েটের স্থাপত্য বিভাগের ৮ম সমাপনী উন্মুক্ত জুরি সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের ৮ম বারের (‘১৬ ব্যাচের) সমাপনী জুরি আজ ১লা জুন (বৃহস্পতিবার) ২০২৩ খ্রি. সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত দুইদিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও উপাচার্য (ইনচার্জ) অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম ও স্থপতি শাহীনুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্থাপত্য বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব কানু কুমার দাশ। স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক শায়লা শারমীনেরর সঞ্চালনায় উক্ত জুরি সেশনে বিচারক হিসেবে ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য স্থপতি অধ্যাপক মোহাম্মদ আলী নাকী, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি ড. শেখ সিরাজুল হাকিম, স্থপতি ও নগর পরিকল্পনাবিদ সৈয়দা জেরিনা হোসেন, বুয়েটের সহকারী অধ্যাপক ও স্বনামধন্য স্থপতি প্যাট্রিক ডি. রোজারিও এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক স্থপতি জিয়াউল ইসলাম। এ সময় স্থাপত্য বিভাগের সকল শিক্ষক, স্থপতি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের জুরি সেশনে মোট ২৫ জন শিক্ষার্থী সমসাময়িক বিষয় নিয়ে স্থাপত্যের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে। ভবিষ্যত দিকনির্দেশনার সাথে উপস্থাপিত প্রকল্পসমূহের ভুয়সী প্রশংসা করেন বিজ্ঞ জুরিমন্ডলী। স্থাপত্য বিভাগের সামগ্রিক শিক্ষার মান নিয়ে জুরিমণ্ডলী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং সামনের বছরগুলোতেও স্থাপত্য বিভাগের জুরিতে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে ২০১৯ সালে অনুষ্ঠিত চুয়েট মেইন গেইট ডিজাইন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী স্থাপত্য বিভাগের প্রভাষক মো. নাসিফ সাদমানকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn