চুয়াডাঙ্গার দর্শনায় যৌথ অভিযানে মাদকসহ দুই কারকারি আটক
চুয়াডাঙ্গা দর্শনায় যৌথ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী।
সোমবার সকাল সাড়ে ৯টায় দর্শনা হঠাৎপাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে দুই মাদক কারকারি আটক করে তাদের হেফাজতে থাকা ৮৩ বোতল ভারতীয় ব্লাক হান্ট ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় ১২ জন স্টাফ, ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট আবিদ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ১৬ জন সদস্য হঠাৎপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় একই এলাকার চিহ্নিত দুই মাদক কারবারি আব্দুল মালেকের ছেলে জুবায়ের (৩০) ও খোরশেদ আলমের ছেলে শিপন ইসলামকে (২১) আটক করা হয়। আটকের পর তাদের হেফাজতে থাকা ৮৩ বোতল ভারতীয় ব্লাক হান্ট ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যৌথ অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার পরিদর্শক নাজমুল হোসেন খান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই মাদক কারবারিকে আটকের পর উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে দর্শনায় থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।