শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

চুম্বন দৃশ্য নিয়ে আলোচনায় নায়িকা ও সিনেমা

সম্প্রতি মুক্তি পেয়েছে তেলেগু ভাষার সিনেমা ‘বেবি’ । মুক্তির পর দারুণ প্রশংসা ও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বৈষ্ণবী চৈতন্য ও আনন্দ দেবরকোন্ডা। পরিচালনা করেছেন সাই রাজেশ নীলম।
এ সিনেমায় বৈষ্ণবী চৈতন্যর চুম্বন ও বেডরুম দৃশ্য রয়েছে। এ নিয়েও জোর চর্চা চলছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বৈষ্ণবী নিজেই।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, পরিচালক সাই রাজেশ যখন আমার চরিত্র ও বেডরুম দৃশ্যের বিষয়ে বলেন, তখন আমি ভয় পেয়েছিলাম। ভাবছিলাম, সেটের মধ্যে এই দৃশ্যে কীভাবে অভিনয় করব, কীভাবে এটি বের করে আনব? আর দর্শকরাই কীভাবে এটি গ্রহণ করবেন? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমি পরিচালককে সরাসরি না করে দিই।
পরে পরিচালক সাই রাজেশ চরিত্রটির নানা দিক ব্যাখা করেন। তারপর চরিত্রটি করার সাহস পাই।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী আরও বলেন, চুম্বন দৃশ্য ও বেডরুম দৃশ্যের যখন শুটিং করি, ওই সময়ে সেটে খুব কম মানুষ উপস্থিত ছিলেন।
রোমান্টিক-ড্রামা ঘরানার গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— নগেন্দ্র বাবু, ভিরাজ অশ্বিন, সাই প্রসাদ প্রমুখ। ১৪ কোটি রুপি বাজেটের এ সিনেমা এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৭৮ কোটি রুপি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn