শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধংস

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
১০ টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধংস

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি নামক স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ১০ টি মেশিন এবং আনুমানিক ২হাজার ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট করা হয়।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।
ঘটনাস্থল হতে অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর এবং ২ টি মেশিন জব্দ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে জানান চুনারুঘাট উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn