রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে ট্রাকের ধাক্কা লেগে মোটরসাইকেল ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

চুনারুঘাটে ট্রাকের ধাক্কা লেগে মোটরসাইকেল ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা চন্ডি চা বাগান এলাকায় বালু বোঝাই ট্রাকের ধাক্কা লেগে মোটরসাইকেল ছিটকে পড়ে গাড়ির চাপায় সজল মিয়া (৩৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে । নিহত সজল মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল ছিদ্দিক মিয়ার ছেলে । শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩ টা দিকে উপজেলার চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া সড়কের চন্ডি চা বাগানের জাম টিলা এলাকায় মাজার শরীফ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । মাজার এলাকার স্থানীয় লোকজন ও থানা পুলিশ সূত্রে জানা যায় , অনুমান সকাল ১০ টা দিকে লাখাই থেকে সজল মিয়া ও তাঁর সাথে একই এলাকার ৫ জন বন্ধু সাতছড়ি পর্যটক এলাকায় ঘুরতে আসে । পর্যটক এলাকায় হাঁসের মাংস দিয়ে খাওয়া শেষে দুপুরে দিকে তাঁর চাচাতো ভাই রুবেল মিয়া মোটরসাইকেল যোগে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পথে রওয়ানা দেয় । যাওয়ার পথে মোটরসাইকেল চন্ডি চা বাগানের জাম টিলা মাজার এলাকা পৌছা মাত্র বেপরোয়া ভাবে আসা বালু বোঝাই একটি ট্রাক মোটরসাইকেল সামনে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকের চাকা চাপা পড়ে সজল মিয়া ঘটনাস্থলে মৃত্যু ঘটে । এ দূর্ঘটনা পর পরই ঘাতক ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায় । চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম বলেন , ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn