চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারে চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন
পরিষদের ক্ষোভ ও নিন্দা
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ্ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ।
আজ সোমবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেফতারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বিশ্বে ক্ষুন্ন হবার সম্ভাবনা রয়েছে। তারা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিঃশর্তে মুক্তির দাবি জানান।
Post Views: ৫০