রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে সরব হলেন ভারতের আধ‍্যাত্মিক গুরু রবিশংকর

চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে সরব হলেন ভারতের আধ‍্যাত্মিক গুরু রবিশংকর

 

হিন্দু সন্ন‍্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। এই ইস‍্যুতে এবার ইউনুস প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন ভারতের আধ‍্যাত্মিক গুরু রবিশংকর। বাংলাদেশের সংখ‍্যালঘুদের সুরক্ষা দেওয়ার আবেদনের পাশাপাশি সেখানকার কট্টরপন্থীদের নিয়ন্ত্রণের বার্তা দিলেন তিনি। চিন্ময় প্রভুর গ্রেপ্তারির তীব্র বিরোধিতা করে বুধবার (২৭ নভেম্বর ) রবি শংকর বলেন, ” চিন্ময় দাস শুধুমাত্র বাংলাদেশের সংখ‍্যালঘুদের উপর হওয়ার অত‍্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বন্দুক হাতে তুলে সরকারের বিরুদ্ধে নামেননি। উনি নিজের মানুষের অধিকারের জন‍্য লড়ছেন। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের কাছে আমরা অনেক বেশি আশা রাখি। আপনি শান্তির জন‍্য নোবেল পেয়েছেন। ওনার থেকে এমনটা আশা করা যায় না। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ সংখ‍্যালঘুদের নিরাপত্তা দিন। এবং সেই সব কট্টরপন্থীদের নিয়ন্ত্রণ করুন যারা বাংলাদেশর গণতান্ত্রিক ছবিটা নষ্ট করছে। এবং আপনাদের দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমানে ওখানে যা ঘটছে তা অত‍্যন্ত দুঃখজনক।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn