রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

চিন্ময় দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট : পুলিশে দিলেন বাবা ছেলেকে

চিন্ময় দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট : পুলিশে দিলেন বাবা ছেলেকে

 

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে অভি দাস (১৭) নামের এক কিশোর। এছাড়া ওই পোস্টে যুদ্ধেরও হুঁশিয়ারি দেয় সে। এ ঘটনা জানাজানির পর স্থানীয়দের মাঝে বেশ ক্ষোভ সৃষ্টি হয়। পরে অভিযুক্ত অভি দাসকে থানায় হস্তান্তর করেন বাবা বিমল দাস।
আজ ২৭ নভেম্বর সকালে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের অভি দাস এই ফেসবুকে পোস্ট করে।
তার ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো- ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিন্ময় প্রভুর মুক্তি চাই। যদি মুক্তি না দেওয়া হয়। তাহলে আপনারা ভুলবেন না সর্বপ্রথম পৃথিবীতে যুদ্ধের জন্ম দিয়েছিল আমাদের সনাতনীরা, আমরা অলটাইম প্রস্তুত আপনাদের সঙ্গে যুদ্ধ করতে। কারণ আমরা রামসেনা রাম রাম।’
এদিকে, ওই ফেসবুক পোস্টটি স্থানীয় আলেম-উলামাদের নজরে আসলে অভিযুক্ত অভি দাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তাকে গ্রেফতার করার জন্য বলা হয়। পরবর্তীতে জামালগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত ব্যক্তি ও তার বাবাকে থানায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে বাবা বিমল দাস তার ছেলে অভি দাসকে জামালগঞ্জ থানার ওসির কাছে হস্তান্তর করে যান।
জামালগঞ্জ থানা পুলিশ অভি দাসকে ফেসবুক পোস্টের ব্যাপারে সতর্ক করে দুপুর ১টার দিকে লিখিত জবানবন্দি নিয়ে ছেড়ে দেয় বলে জানা যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn