রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

 

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃঞ্চ দাশ ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভে রাস্তায় নেমেছেন সনাতনীরা।
আজ ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে নগরীর ঐতিহাসিক চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ থেকে চিন্ময় প্রভুর মুক্তির দাবি তোলা হয়।
এইসময় চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সোমবার বিকালে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃঞ্চ দাশ ব্রক্ষচারীকে আটক করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
জোটের অন্যতম সংগঠক স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী এসময় বলেন, চিন্ময় প্রভু ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসার কথা ছিল। ঢাকা বিমানবন্দর থেকে তাকে পুলিশ নিয়ে গেছে বলে শুনেছি। এতে সমগ্র সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন।
এ ঘটনার পর চট্টগ্রামের চেরাগী পাহাড়ে সনাতনীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
সমাবেশে স্বতন্ত্র গৌরাঙ্গ প্রভু বলেন, শান্তিপূর্ণ আন্দেলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে। উনাকে ছেড়ে দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি সারাদেশে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চিন্ময় প্রভুকে আটক করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn