বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের ১০০ রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থী

চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান সিলেটের ১০০ রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থী

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় হতাহত মানুষের বিনামূল্যে সেবা দিতে সেখানে যেতে চান ১০০ রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থী। ইতিমধ্যেই সিলেট বিভাগ থেকে গঠিত দেশের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের নার্স ও নার্সিং শিক্ষার্থীদের নিয়ে ৯৬ জনের একটি টিম করা হয়েছে।
নার্সিং শিক্ষার্থীরা জানান, সিলেট বিভাগ থেকে ৯৬ জন রেজিস্ট্রার নার্স ও নার্সিং শিক্ষার্থীর একটি টিম গঠন করা হয়েছে। যার গাজাতে যেতে চাই হতাহত মানুষের বিনামূল্যে সেবা দিতে। যেহেতু আমরা মেডিকেল পারসন, যুদ্ধ অংশ নিতে না পারলেও যারা আহত হয়েছেন তাদেরকে সেবা দিতে পারবো। সিলেট বিভাগ থেকে গঠন করা এই টিমে দেশের বিভিন্ন নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন। আজ সরকারের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা সহ ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
গাজায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।
সেজন্য সরকারের সহযোগিতা চেয়ে রবিবার দুপুরে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn