
এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডোবা থেকে। রোববার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি চা বাগান এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহতের নাম মুজিব সাঁওতাল। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাম সাঁওতালের ছেলে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চা বাগান এলাকার নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি মুজিব। পরে রোববার ডোবায় তাঁর লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়।
Post Views: ১০৫