
চালতাবেড়িয়া মাদ্রাসা দারুস সালাম ঈদগাহ পশ্চিমবঙ্গ রাবেতা বোর্ডের পরীক্ষা শুরু
জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের চালিতাবোড়িয়া অঞ্চলের মাদ্রাসা দারুস সালাম ঈদগাহ মাদ্রাসায় পশ্চিমবঙ্গের রাবেতা বোর্ডের পক্ষথেকে দক্ষিন ২৪পরগনা ২৬০টি মাদ্রাসার দুটি বিভাগের মাওলানা, এবং হেফজ ছাত্রদের ১৬টি সেন্টার মাধ্যমে ১লক্ষ পরীক্ষার্থীর সারা বাংলায় ২রা ফ্রেব্রুয়ারী থেকে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।চালতাবেড়িয়া অঞ্চলের চালতাবেড়িয়া মাদ্রাসা দারুস সালাম ঈদগাহ সারা বাংলার ১৬টি সেন্টারে মধ্যে রাবেতা বোর্ডের অধীনে পরীক্ষা সেন্টার নির্বাচিত হয়েছে।এই সেন্টারে বহিরাগত হেফজ ও মাওলানা বিভাগের দুই শতাধিক পরীক্ষার্থী কঠোর নিরাপত্তা সুশৃঙ্খলার মধ্য দিয়ে তারা পরীক্ষা দিচ্ছেন।এই পরীক্ষা ২রা ফ্রেব্রুয়ারী থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ৬ ফ্রেব্রুয়ারী পর্যন্ত। পরীক্ষা চলাকালীন ছাত্রদের টিফিন সহ আহারের ব্যাবস্থা গ্ৰহনের দায়িত্ব মাদ্রাসা দারুস সালাম ঈদগাহ পক্ষ থেকে নেওয়া হয়েছে। মাদ্রাসা দারুস সালাম ঈদগাহ রাবেতা বোর্ডের হেফজ ও মাওলানা বিভাগের ছাত্রদের পরীক্ষার স্থলে পরিদর্শনের এলেন দক্ষিণ ২৪পরগনা জেলার জমিয়েত ওলামাহিন্দদের সাধারণ সম্পাদক মুফতি আমিন উদ্দিন সাহেব। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন প্রতিবছর ন্যায় এবছর আমাদের মাদ্রাসায় রাবেতা হাফেজ ও মাওলানা বিভাগের পরীক্ষা সেন্টার নির্বাচিত হয়েছেন এবং সুশৃঙ্খলা এবং কোঠর নিরাপত্তা মধ্য দিয়ে আমাদের মাদ্রাসা পরীক্ষা হচ্ছে। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে রাবেতা বোর্ডের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক অভিনন্দন জানাই আমাদের মাদ্রাসায় সেন্টার দেওয়ার জন্য। তিনি আরো বলেন এই পরীক্ষা ২রা ফ্রেব্রুয়ারী থেকে শুরু এবং চারদিন চলবে এই পরীক্ষা।এই চারদিন পরীক্ষা চলাকালীন ছাত্রদের শিক্ষকদের টিফিন সহ আহারের ব্যাবস্থা করছেন মাদ্রাসা দারুস সালাম ঈদগাহ।