বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

চার্চে উৎসবের প্রস্তুতি চলাকালীন বিদ‍্যুৎপৃষ্ট হয়ে ৪ জন নিহত 

চার্চে উৎসবের প্রস্তুতি চলাকালীন বিদ‍্যুৎপৃষ্ট হয়ে ৪ জন নিহত

 

চার্চে উৎসবের প্রস্তুতি চলাকালীন বিদ‍্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ৪ জনের। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর কন‍্যাকুমারী জেলায়। জানা যায়, এখানকার এনায়াম পুথেনথুরাই সেন্ট অ‍্যান্টনি গির্জায় ১০ দিন ধরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের ৯ম দিনে ঘটে এই দুর্ঘটনা। ঘটনা প্রকাশ‍্যে আসার পর মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ‍্যমন্ত্রী এমকে স্ট‍্যালিন। পুলিশ সূত্রে প্রকাশ, শনিবার (১ মার্চ) গির্জা সাজানোর জন্য একটি ধাতব মই বেয়ে কয়েকজন উপরে উঠে ছিলেন। গির্জার পাশ দিয়েই গিয়েছে হাইভোল্টেজ বিদ‍্যুতের তার। এদিকে মই ভিজে থাকার কারণে পাশের ওই তারের সংস্পর্শে চলে আসে মইটি। তড়িঘড়ি সিঁড়ি বেয়ে তাঁরা নেমে আসার চেষ্টা করলেও লাভ হয়নি। কয়েক সেকেন্ডের মধ‍্যে বিদ‍্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন তাঁরা। দুর্ঘটনায় মৃতদের নাম প্রকাশ‍্যে এনেছে পুলিশ  তাঁরা হলো বিজয়ন, মানো, জেস্টেম ও শিবম। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর প্রকাশ‍্যে আসার পর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ‍্যমন্ত্রী এমকে স্ট‍্যালিন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। ভয়াবহ এই দুর্ঘটনার এক ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn