
চাটখিলে যৌতুকের মিথ্যা মামলা দিয়ে স্বামীর পরিবারকে হয়রানির অভিযোগ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের শিবরামপুর মাইনুদ্দিন পাটোয়ারী বাড়ির সিরাজ মোল্লা ও তার ছেলে মাহবুব আলমের নামে তার সাবেক ছেলের বউ মিথ্যা যৌতুকের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা থেকে রেহাই পেতে আদালতে সদয় দৃষ্টি কামনা করছেন তারা।
ভুক্তভোগী সিরাজ মোল্লা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তার বড় ছেলে মাহবুব আলমকে ২০১৮ সালে খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে বিবি খাদিজা আঁখিকে বিয়ে করান। তাদের বাড়িতে আসার পর তার অস্বাভাবিক আচরন ও মোবাইল ফোনে বিভিন্ন পর পুরুষের সাথে কথা পারিবারের চোখে ধরা পড়ে। এসব নিয়ে ডাক – দোহাই দিলে অসুস্থ শশুর ও শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তিনি আরো বলেন, এসব নিয়ে তাকে তার স্বামী জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয়ে আমাদের মামলা দিয়ে ফাসানোর হুমকি দেয়। এর কিছু দিন পর সে ডিভোর্স দিয়ে ১ বছর পর অন্য পুরুষের সাথে পালিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ঐ সংসারে থেকে ২০২১ শশুর ও স্বামীর নামে আদালতে সাজিয়ে গুজিয়ে যৌতুকের মিথ্যা মামলা দায়ের করে। কিন্তু শশুর প্যারালাইসিসের রোগী দেখে তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আদালত জামিন দেয়। কিন্তু স্বামীর বিরুদ্ধে আদালত সাজা ঘোষণা করে। বর্তমানে এই মিথ্যা মামলার থেকে মুক্তি চায় ভূক্তভোগীরা। মাহবুব আলম বলেন, আমার মা বাবাকে মান্য করতো না। তাছাড়া তার পর পুরুষের সাথে যোগাযোগ ছিল।