সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাইনিজ রাইফেলের ২০ রাউন্ড গুলি সহ স্বামী স্ত্রী আটক

চাইনিজ রাইফেলের ২০ রাউন্ড গুলি সহ স্বামী স্ত্রী আটক

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে, টেকনাফ মডেল থানার মোবাইল টিম্- ৭৭ নাইট ডিউটি করাকালীন রঙ্গিখালী থেকে মিনাবাজারগামী একটি সিএনজিকে নিয়মিত তল্লাশীর জন্য সিগন্যাল দিয়ে থামানো হয়।

১১ এপ্রিল দিবাগত মধ্যে রাত সাড়ে ১২ টার সময় একটি সিএনজি তল্লাশি কালে এই গুলি উদ্ধার করা হয়। ধৃতরা হচ্ছে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের ঝিমংখালি গ্রামের মৃত হোছন আলী’র ছেলে মোঃ সেলিম(৩৭) ও হায়দার আলীর মেয়ে রাজিয়া আক্তার পুতুনি(৩০)। তারা স্বামী- স্ত্রী।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তার নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ সুপার,মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার মোবাইল টিম্- ৭৭ নাইট ডিউটি করাকালীন এএসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ সিএনজি (রেজিঃ নং-কক্সবাজার থ ১১-৭৫৭৬) থামিলে তল্লাশী করা হয়। তখন উক্ত সিএনজি যাত্রীদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদের এক পযায়ে তাদের দুই জনের নিকট গুলি আছে বলে স্বীকার করে। পরে নিজ নিজ হেফাজতে থাকা ১০ রাউন্ড করে মোট ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়। আরো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামীদ্বয় উদ্ধারকৃত আলামত(২০) রাউন্ড গুলি পলাতক আসামী রবি আলম”র নিকট হতে সংগ্রহ করে অন্যত্রে পৌঁছাইয়া দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলেও স্বাকীর করে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার মামলা (নং-৩৮, তারিখ-১২/০৪/২০২৫ইং) রুজু করা হয় বলেও জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn