সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনের তথ্যমেলা

চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনের তথ্যমেলা

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে দুই দিনের তথ্যমেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলা মঞ্চে আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথির বক্তব্য দেন- তথ্য কমিশন বাংলাদেশের প্রশাসন ও আইটি বিভাগের পরিচালক এস এম কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সূচনা বক্তব্য দেন সনাক সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা। পরে গণশুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি দেবেন্দ্র নাথ উরাঁও তার বক্তব্যে বলেন- তথ্য না জানলে নিজেকে অন্ধকারে রাখার মতো হয়। তিনি বলেন- দুই দিনের এই তথ্যমেলা হচ্ছে নাগরিককেন্দ্রীক একটা মেলা। এখানে সকল দপ্তরের সেবা সম্পর্কে পোস্টার রাখা হয়েছে, তথ্য ভান্ডারগুলো উন্মুক্ত রাখা হয়েছে। মেলায় আগতরা এখান থেকে অনেক তথ্য জানতে পারবেন। তিনি বলেন, তথ্যমেলায় আসলে অনেক তথ্য সম্পর্কে জানা যায় এবং নিজেকে অনেক সমৃদ্ধ করা যায়। নিজেকে জানার একটা ক্ষেত্র তৈরি হয় এইং এই জানাটায় নিজেকে অনেক দূরে নিয়ে যায় এবং নিজেকে শানিত করে।
দেবেন্দ্র নাথ উরাঁও বলেন, ইনফরমেশন যার যত সমৃদ্ধ সে তত বেশি উন্নত। একটি জাতি কতটুকু সমৃদ্ধ তার মাপকাঠি ওই জাতির তথ্যের ওপর নির্ভর করে। একটি জাতির যেমন জনসংখ্যা সম্পদ হতে পারে, তেমন একটি জাতির বৈশিষ্ট্যের দিক থেকে তথ্যের দিক থেকে কতটুকু সমৃদ্ধ তা সেই জাতির মাপকাঠি হতে পারে।
এবারের মেলায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা স্বাস্থ্য বিভাগ, ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হর্টিকালচার সেন্টার, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তার কার্যালয় ও বীজ প্রত্যয়ন এজেন্সি, আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র, সদর উপজেলা প্রশাসন, সদর উপজেলা ভূমি অফিস, জেলা আনসার-ভিডিপি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা নির্বাচন অফিস, জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, সচেতন নাগরিক কমিটি-সনাক, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ অন্যান্য এনজিও, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বিএমডিএ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা সঞ্চয় অফিস, জেলা তথ্য অফিস, নেসকো বিক্রয় ও বিতরণ কেন্দ্র-১ ও ২, পল্লী বিদ্যুৎ সমিতি, জেলা মৎস্য অফিস, জেলা প্রাণিসম্পদ অফিস, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগসহ ৬৭টি সরকারি ও বেসরকারি স্টলে নিজ নিজ দপ্তরের বিভিন্ন তথ্য দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn