সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ইফতার”হুইল” চেয়ার” ও আর্থিক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ইফতার”হুইল” চেয়ার” ও আর্থিক সহায়তা প্রদান

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা জামিয়া আরাবিয়া ইসলামিয়া কাওমী মাদ্রাসার উদ্বেগে এতিম শিশুদের জন্য ইফতার , প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১৩ রমজান শুক্রবার আসরের নামাজের পর ইফতার মাহফিলে কুরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেন শায়েখ তৌহিদ বিন তোফাজ্জল হক।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী গ্রামের বিশিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জার্মান প্রবাসী শফিকুল ইসলাম, মুশরীভূজা ক্বাওমি মাদ্রাসার সাধারণ সম্পাদক, মোঃ সারোয়ার জাহান মাষ্টার, স্থানীয় ওলামায়ে কেরামগণ প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৩ রমজান শুক্রবার বিকেলে প্রধান অতিথি আব্দুল মান্নানের সহায়তায় প্রায় ১০০০ এতিম শিশুদের মাঝে ইফতার বিতারন, চারজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ সহ বেশ কয়েকজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময়, ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামের মজিবুর রহমান, দলাদলি গ্রামের সেলিনা বেগম, মুশরীভূজা গ্রামের হেফাজ আলী, বারইপাড়া গ্রামের কদবানু বেগম, ও প্রতিবন্ধী ব্যক্তিরা হলেন পীরগাছী গ্রামের জসিম উদ্দীনের মেয়ে আয়েশা খাতুন, একই দেলাওয়ার হোসেনের ছেলে, সাইরুল ইসলাম, ঘাইবাড়ী গ্রামের সেরাজুলের ছেলে, তাজামুল হক, বারইপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে, মোঃ হৃদয়, আর্থিক সহায়তা ও হুইল চেয়ার বিতরণ শেষে এতিম শিশু সহ প্রায় কয়েক হাজার এলাকার সাধারণ মানুষ নিয়ে ইফতার করেন, বিশিষ্ট ঠিকাদার আব্দুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমি আপনাদের সাথে সারা জীবন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই রমজান মাস গুনাহ মাফের মাস আপনারা সকলেই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর কেউ যদি কোন সমস্যায় পড়ে আমাকে স্বরন করে আমি আমার স্বাদ্ধ মত তাকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ ‌।

ইফতার মাহফিলের আগে দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ তোফাজ্জল হোসেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn