শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় মদসহ  ৫৩ বিজিবি  হাতে আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় মদসহ  ৫৩ বিজিবি  হাতে আটক ১

 

শিবগঞ্জে ৪৬ বোতল ভারতীয় মদসহ নাজির (২৪) নামে একজনকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি।

আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে নাজির হোসেন (২৪)।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রামনাথপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদসহ নাজিরকে আটক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন,চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn