শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

চাঁদা দাবির অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানর মো. রোকনুজ্জামান রিগ্যান সিকদারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আশরাফ হোসেন বাদল। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রিগ্যান সিকদার বেতকা ইউনিয়নের উত্তর বেতকা গ্রামের ইউসুফ শিকদারের ছেলে।
১৯ আগস্ট শনিবার রাতে দক্ষিণ বেতকা গ্রামের আশরাফ হোসেন বাদলের অভিযোগে বলেছেন যে চেয়ারম্যান রোকনুজ্জামান রিগ্যান সিকদার তার কাছ থেকে দেড় বছর ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টার দিকে চেয়ারম্যান রিগ্যান, রাজিব সিকদার, সাব্বির হোসেন, রাহাত, রোমেল, সালাম সিকদার, সাঈদ ঢালী ও মিনহাল হাওলাদারসহ অজ্ঞাত ১০ জনের একটি দল বেতকা চৌরাস্তায় তার মার্কেটের ভেতর ঢুকে তার অফিসে ভাঙচুর করে। এসময় তারা আমার কর্মচারী আ. মালেক ও জুলেয়কে মারধর করে এবং আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
তবে অভিযুক্ত মো. রোকনুজ্জামান রিগ্যান সিকদার জানান, চাঁদা দাবির অভিযোগটি মিথ্যা। আশরাফ হোসেন বাদল বিভিন্ন অনিয়নের সঙ্গে জড়িত তিনি সরকারি লিজ সম্পতিতে দোতালা বিলডিং করেছে। তার নামে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। তার একটি অন্যের জমি দখলে নেওয়ার চক্র রয়েছে। আমি এ ধরনের কাজে বাধা দেওয়ায় তিনি আমার নামে মিথ্যা অভিযোগ করেছেন। এই বিষয়ে টঙ্গীবাড়ী থান ওসি রাজিব খান জানান, অভিযোগ পয়েছি। তদন্ত চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn