শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও বিভিন্ন অপরাধী প্রতিরোধে নোয়াপাড়া রেল স্টেশনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও বিভিন্ন অপরাধী প্রতিরোধে নোয়াপাড়া রেল স্টেশনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আখাউড়া – সিলেট সেকশনে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ , টিকেট কালোবাজারি , মাদক সেবনকারী , মাদক বিক্রয় কারী , জুয়া আসর, রেললাইন উপর বসা, চোর- ছিনতাইকারী প্রতিরোধে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নোয়াপাড়া রেল স্টেশনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী নেতৃত্বে ফাঁড়ির একদল কনস্টেবল সাইদুল ইসলাম , জিয়াউর রহমান , সাকিব হাসানকে নিয়ে নোয়াপাড়া রেল স্টেশনে অবস্থান নিয়ে স্টেশন মাস্টার , রেল কর্মচারী , স্থানীয় সাংবাদিক , জনপ্রতিনিধি , চা- শ্রমিক, স্কুল শিক্ষক , মসজিদের পেশ ইমাম – মোয়াজ্জেম , বিভিন্ন পেশার লোক, স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গসহ রেললাইনের পাশে বসবাসকারীকে নিয়ে বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয় । উক্ত বিট পুলিশিং সভায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী বলেন , নোয়াপাড়া রেললাইন উপর বসা, মাদকসেবন, মাদক বিক্রয় চলবে না এবং স্টেশনে টিকেট কালোবাজারি , ভবঘুর লোক জন , চোর, ছিনতাইকারী, পাথর নিক্ষেপ প্রতিরোধে এই সভা। তিনি আরো বলেন , আখাউড়া – সিলেট সেকশনে নোয়াপাড়া এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে অনেক ট্রেন যাত্রী গুরুতর আহত হয়েছে । রেললাইনের পাশে বসবাসকারী জনসাধারণকে উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থেকে এলাকার সকলেই দৃষ্টি রাখতে হবে । অপর দিকে নোয়াপাড়া সকল অভিভাবকের সন্তানদের প্রতি এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে নোয়াপাড়া রেলের ভেতর মাদকসেবন , মাদক বিক্রি , জুয়া, রেললাইন উপর অযথা বসে আড্ডা দেওয়া , বিনা টিকেটে স্টেশনে অযথা বসা এবং ঘুরানো , চোর- ছিনতাইকারী , টিকেট কালোবাজারি থাকতে পারবে না । এছাড়া চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করে এবিষয়ে লক্ষ্য রাখতে অনুরোধ জানান । যেন সকলেই সচেতন হন । এছাড়া পাথর নিক্ষেপ শাস্তি সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয় । বিট পুলিশিং সভায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সবার কাছে সহযোগিতা চাওয়া হলে , এলাকার সকলে রেলওয়ে পুলিশকে সার্বিক ভাবে সহযোগিতা করবেন বলে এলাকার জনপ্রতিনিধি সহ জনসাধারণ জানান । চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং বিভিন্ন অপরাধ রোধে বিট পুলিশিং সভা অব্যাহত থাকবে বলে জানানো হয় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn