সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

চরবস্তিতে হযরত ফজল আমিন শাহ্ (রাঃ) বার্ষিক ওরশ শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চরবস্তিতে হযরত ফজল আমিন শাহ্ (রাঃ) বার্ষিক ওরশ শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

প্রতি বছরের ন্যায় ৩০ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদে এশা হতে দক্ষিণ পতেঙ্গা ১৪ নং চরবস্তি এলাকার ৪১নং ওয়ার্ড কতৃক মিলাদ পরিচালনা কমিটির উদ্যেগে আয়োজিত ফাতেহা হযরত আমিন শাহ্ (রাঃ) ওরশে পাক।
দুপুর থেকে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানরা মাজার জেয়ারত,শেষ করে। মিলাদ হাম’দ নাত পরিবেশন করে।এতে আমন্ত্রিত মেহমানের উপস্থিতি ইসলামের ধর্মী বিষয়ে কুরআনের তফসির হযরত আমিন শাহ্ জীবনি তুলে ধরে আলোচনা করেন। এবং মিলাদ কমিটির বিশেষ অবদান রাখেন। উপদেষ্টা ও সদস্য এলাকার সকলে সহযোগিতায় চরবস্তি বাসিন্দারা। ওরশে পাক পরিচালনা কমিটির মধ্যে রয়েছে :-
দক্ষিণ পতেঙ্গা ১৪ নং চরবসতি আবদুর রশিদ সেরাং বাড়ী, ৪১নং ওয়ার্ড থানা পতেঙ্গা হযরত ফজল আমিন শাহ (রাং) মাজারের বার্ষিক ওরশ শরিফের মাহফিল এবং ৩ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাহফিল ও পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ আলি আকবর কোম্পানি আরও আছেন সহ সভাপতি মোহাম্মদ জামাল,মোহাম্মদ জামান কন্টাক্টার,ইয়াছিন আজাদ,মোহাম্মদ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিব,যুগ্ন সম্পাদক মোহাম্মদ ফোরকান যৌথ ভাবে রয়েছে প্রমুখ।।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn