শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

চরফ্যাশনে আহাম্মদপুর ইউনিয়নে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-৬

চরফ্যাশনে আহাম্মদপুর ইউনিয়নে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত-৬

 

ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সরয়ারের ছেলে মনির(২৫) ইউসুফ (২৭) রাকিব (২৪)হোসনেয়ারা(৪৭) রুমা(২৬)কে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ৬ জনকে পিটিয়ে কুপিয়ে আহত করেন একই এলাকার তারা হলো মোঃ হাসান আলীর ছেলে মোঃকালু(৩৫),মোঃইব্রাহীম(৩০) ঐ,মোঃবিল্লাল(২৫) মোঃআবু কালাম(৩৭) রিয়াজ(২৩) কালাম, বদি মাঝী,মিজান,নাজিম একই এলাকার, ঘটনটি ঘটে চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে,সকাল ১০.৩০ মিনিটের সময় স্হানীয় চৌকিদার খাল বাজারের থেকে নাস্তা খেয়ে আশার পথে।আহতদের স্বজনরা জানান।গত কয়েকদিন ৭ মাস আগে ১৫০০০ হাজার টাকা আমাদের কাছ থেকে হাওলাত নেয় প্রতিপক্ষ হাসান আলীর ছেলে মোঃ বিলাল তাতে টাকা চাওয়ায় আরও একবার পিটিয়ে আহত করেন, তারপর চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতে যায়। স্হানীয় নেতা কর্মীরা ফয়সালা দেওয়ার কথা থাকলেও প্রতিপক্ষরা না মেনে আবারও আমাদের উপর হামলা করে ৬ জনকে পিটিয়ে কুপিয়ে আহত করেন। তারা বলেন আহত চারজনকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়,তাতে রোগীর অবস্থা আশংকা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীর অবস্থা আশংকা জনক দেখে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্হানীয়রা জানান কি বলব সাধারণ বিষয় নিয়ে এরকম ঘটনা হবে এটা দুঃখজনক।আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃসালাউদ্দিন জানান আমার কাছে এবিষয়ে আসছিল বিষয়টি মিমাংসার কথা থাকলেও তার আগেই তারা মারামারি করে এলাকা তোলপাড় করে তারপরও যদি তারা ইউনিয়ন পরিষদে কোন অভিযোগ দাখিল করে তাহলে মিমাংসা করার চেষ্টা করবো।প্রতিপক্ষের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এবিষয়ে আমি কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn