শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

চরণদ্বীপ দরবারে মাসিক ফাতেহা উপলক্ষে ইফতার মাহফিল

চরণদ্বীপ দরবারে মাসিক ফাতেহা উপলক্ষে ইফতার মাহফিল

 

আজ ১৩ মার্চ ১২ রমজান বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে কুতুবুল আকতাব শায়খুল হাদীস হজরত মাওলানা শাহসুফী শেখ অছিয়র রহমান ফারুকী চরণদ্বীপি (কঃ) ওফাত স্মরণে শতাব্দী কাল থেকে পালিত মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে ইফতার মাহফিল।
এতে উপস্থিত ছিলেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হজরত আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম), শাহজাদা শেখ সাইফুল্লাহ ফারুকী ও শাহজাদা শেখ সানা উল্লাহ ফারুকীসহ উলামায়ে কেরাম, ভক্ত অনুরক্ত এবং সর্বস্তরের জায়েরীন ও মুসল্লিনে কেরাম।
কোরআন তেলাওয়াত, হামদ – নাত, মানকাবাত, খতমে গাউসিয়া, মিলাদা কিয়াম, জিকির আজকার ও মোনাজাত পরিসমাপ্তে ইফতারের মাধ্যমে ফাতেহা শরীফ সুসম্পন্ন হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn