মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

চন্দনাইশে হাসিমপুর বন বিহারে বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ প্রদান সম্পন্ন

 

চট্টগ্রাম জেলাধীন চন্দনাইশ উপজেলার অন্তর্গত উত্তর হাসিমপুর বন বিহারে চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ এর উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ মে) চন্দনাইশ উপজেলার অন্তর্গত উত্তর হাসিমপুর বন বিহারে অনুষ্ঠিত হয়।

২০০৮ সালে প্রতিষ্ঠিত চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ এর প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হলো পরিষদের উদ্যোগে ধর্মীয় বৃত্তি পরীক্ষা। এতে যারা বৃত্তি পেয়েছে তাদেরকে বৃত্তি সনতপত্র বিতরণ ও গুণিজন সম্মাননা দেয়া হয়।

আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তর হাসিমপুর তরুণ সংঘের সকল সদস্যবৃন্দ।

এতে সকাল বেলায় অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠানে সংঘপ্রধান ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদ এর সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাথেরো,উত্তর সুনীতি বিহারের অধ্যক্ষ দেবানন্দ মহাস্থবির,মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের উপাধ্যক্ষ সংঘরত্ন মহাস্থবির,উত্তর হাসিমপুর বন বিহারে নবরূপকার অধ্যক্ষ ও দৈনিক আনন্দবার্তা নির্বাহী সম্পাদক প্রজ্ঞানন্দ থেরো, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ সাধারণ সম্পাদক বোধিমিত্র স্থবির, প্রজ্ঞালংকার স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, ধুমারপাড়া সংঘরত্ন বিহারের অধ্যক্ষ তিশংকর স্থবির, সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ ও প্রচার প্রকাশনা সম্পাদক তিষ্যমিত্র ভিক্ষু,নিমফুল বিনয়মিত্র ভিক্ষুসহ আরো মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত থেকে সংঘদান অনুষ্ঠান শেষ হয়।দুপুর ২টায় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন, বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গল আচারণের মাধ্যমে আরেক্ষামিত্র ভিক্ষু’র সূচনা করেন। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ সভাপতি ও চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির, অনুষ্ঠান উদ্ধোধন করেন উত্তর হাসিমপুর বন বিহারে নবরূপকার অধ্যক্ষ প্রজ্ঞানন্দ স্থবির, আশীর্বাদক ছিলেন শাকপুরা সার্বজনীন তপোবন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মজ্যোতিকাধবজ বসুমিত্র মহাস্থবির,দেবানন্দ মহাস্থবির,পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ডের চেয়ারম্যান সোমানন্দ মহাস্থবির,বুদ্ধপাল স্থবির,চন্দনাইশ ভিক্ষু পরিষদ সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক ধর্মদূত ড.সুমনপ্রিয় স্থবির,আনন্দ বাংলা টিভি’র চেয়ারম্যান ও সিইও জে.বি.এস আনন্দবোধি স্থবির,
ভিক্ষ,কাঞ্চননগর কনকারাম বিহারের অধ্যক্ষ লোকরত্ন স্থবির, শীলপ্রিয় ভিক্ষু সুমনবংশ ভিক্ষুসহ আরো মহান পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী, প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, সম্মানিত বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌর সদর, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিজয়ানন্দ বড়ুয়া (বিপিন) বেপারীপাড়া রত্নাংকুর বিহার সভার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক, দীপন কুমার চৌধুরী, স্কয়ার কোম্পানি লিমিটেড, কর্মকর্তা বিশিষ্ট সমাজ সেবক, লিংকন বড়ুয়া, কক্সবাজার বৌদ্ধ সুরক্ষা পরিষদ সাধারণ সম্পাদ সুভঙ্কর বড়ুয়া,
শিক্ষক উজ্জ্বল বড়ুয়া প্রমুখ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূর্ব হাসিমপুর নবরত্ন বিহারের অধ্যক্ষ রতনানন্দ স্থবির, পরে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn