শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চন্দনাইশ থানাস্থ সাতবাড়ীয়ায় জন্মজাত কন্যা শ্রীমতি রুজা চৌধুরীর অনিত্যসভা সুচারুভাবে সম্পন্ন

চন্দনাইশ উপজেলাধীন সাতবাড়ীয়া দেওয়ানজীপাড়া গ্রামের অনুপ চৌধুরী মঙ্গল-এর কন্যা শ্রীমতি রুজা চৌধুরীর  ১ম অনিত্যসভা শতাব্দির ঐতিহাসিক পবিত্র স্থান নগরীর নন্দনকাননস্থ চট্টগ্রাম  বৌদ্ধ বিহারের সুচারুভাবে সম্পন্ন হয়। স্বর্গীয় আশুতোষ চৌধুরীর সাত ছেলে তিন মেয়ে। সাত ছেলের মধ্যে- সুবাস চৌধুরী, বাবু রবিন্দ্র লাল, বাবু জহুর লাল চৌধুরী, অনুপ চৌধুরী মঙ্গল, উত্তম চৌধুরী ও অরুন চৌধুরী।মেয়েদের মধ্যে- সুজাতা চৌধুরী, রিতা চৌধুরী, অনুভা চৌধুরী। অনিত্য সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথেরো,  প্রধান সদ্ধর্মদেশক ছিলেন উ. পঞঞাজ্যোতি গুরু ভন্তের শিষ্য ক্ষ্যান্তি পঞ্ঞা থেরো, জয়জ্যোতি থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি. এস. আনন্দবোধি থেরো, সুভদ্র ভিক্ষু, ফাগুন রক্ষিত ভিক্ষু, অনুষ্ঠানে সুচনা বক্তব্য প্রদান করেন সাতবাড়ীয়া শান্তি বিহারের অধ্যক্ষ তিষ্যমিত্র ভিক্ষু, মুদিতারত্ন ভিক্ষু, আরেক্ষামিত্র ভিক্ষু। অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রজ্যোতি বড়ুয়া।অনিত্য সভা শেষে অকালে প্রয়াত রুজা বড়ুয়াকে সকলে তার পারলৌকিক সদগতি সুখ শান্তি কামনা করে পুন্যদান করেন।

উল্লেখ্য, তিনি বান্দরবান উপজেলায় দীর্ঘদিন যাবত অবস্থান করেন। মৃত্যুকালে তার বয়স ২৬ বছর। তার শেষকৃত্যানুষ্ঠান চট্টগ্রামস্থ চান্দগাঁও মহাশ্মশানে সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে চন্দ্রজ্যোতি বড়ুয়া ভিক্ষু সংঘ ও উপাসক-উপাসিকাদের প্রয়াতা রুজা চৌধুরীর সাপ্তাহিক ক্রিয়া ও সংঘদানে আগামী ৩০ মার্চ বৃহস্পতিবার দুপুরে লালদিঘীস্থ বড়ুয়া বিল্ডিং-এ উপস্থিত থেকে পুণ্যদান করে মধ্যাহ্ন ভোজনের জন্য আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn