
চট্টগ্রামের চন্দনাইশের কসাই পাড়া এলাকায় একটি মাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১৩ জুন) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় চালক আহত হয়।
প্রত্যাক্ষদর্শী সুমন বলেন, চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক চন্দনাইশের দিকে ঢুকলে কসাই পাড়া এলাকায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির চালক আহত হয়। আহত ট্রাক চালককে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেওয়া হয়।
হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছেন বলে জানা গেছে।
Post Views: ১৭৭