
” অনিচ্চা বত সাংঙ্খারা ”
চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যঋদ্ধ পূর্ব সাতবাড়িয়া বেপারিপাড়া গ্রামের কন্যা হেলথের কর্মকর্তা ও সাতবাড়িয়া বেপারীপাড়ার রত্মাঙ্কর বিহারের ধর্মপ্রাণ উপাসিকা রঞ্জন বড়ুয়া ও রতন বড়ুয়ার গর্ভধারিণী মমতাময়ী মা রমা বড়ুয়া আজ সকাল ৭.৫০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় তাঁর নিজ বাড়ীতে অনিত্যসভা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, দুই কন্যা, পুত্রবধু ও নাতি—নাতনী রেখে যান। সকল জ্ঞাতি স্বজনকে রমা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি সুখ—শান্তি কামনায় পূণ্যদান করার আহবান জানিয়েছেন।
Post Views: ৭৯