শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চন্দনাইশে অষ্টপরিস্কার ও মহতি সংঘদান অনুষ্ঠান সম্পন্ন

চন্দনাইশ উপজেলাধীন উত্তর হাসিমপুর গ্রামের জন্মজাত কীর্তিমান সাংঘিক ব্যক্তিত্ব,রুদুয়া আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের ভূতপূর্ব অধ্যক্ষ,পরমারাধ্য বিদর্শন সাধক প্রয়াত বদ্ধানন্দ মহাথের (গণেশ ভান্তে)’র ৬২ তম স্মৃতি বার্ষিকী ও প্রয়াত জ্ঞানদা রঞ্জন বড়ুয়া, সারদা প্রসাদ বড়ুয়া, ব্রজেন্দ্র লাল বড়ুয়া, বরদামহি বড়ুয়া ও ব্রাহ্মতুল্য পিতা প্রয়াত সন্তোষ বড়ুয়া’র পুণ্যদান ও স্মৃতি স্বরণে এবং মমতাময়ী মা হীরা বড়ুয়া’র নীরোগ দীর্ঘায়ু কামনায় অষ্টপরিস্কার সহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উত্তর হাসিমপুর বন বিহার প্রাঙ্গণে।

এতে সভাপতিত্ব করেন তালসরা মুৎসুদ্দীপাড়া বিবেকেরাম বিহারের অধ্যক্ষ সৌম্যসারথী শাসনমিত্র মহাথেরো,প্রধান অতিথি ছিলেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বুদ্ধানন্দ-ধর্মমিত্র বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ও রুদুয়া আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বোধিরতন মহাথেরো, বিশেষ সদ্ধর্মদেশক তালসরা আনন্দারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জিনরতন মহাথেরো,জামিজুরী সার্বজনীন গৌতম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র থেরো,সাম্মাদিটঠি ফরেস্ট মেডিটেশন সেন্টার উপ-পরিচালক মৈত্রীপাল থেরো,প্রজ্ঞাজ্যোতি থেরো,সংঘদান অনুষ্ঠান উদ্ধোধন করেন উত্তর হাসিমপুর বন বিহারে নবরূপকার অধ্যক্ষ ও দৈনিক আনন্দ বার্তা নির্বাহী সম্পাদক প্রজ্ঞানন্দ থেরো,আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, কাঞ্চননগর কনকারাম বিহারের অধ্যক্ষ লোকরত্ন থেরো, শাসনমিত্র ভিক্ষু,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুমনাবংশ ভিক্ষু, অনুষ্ঠানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রনি বড়ুয়া প্রমুখ। গত তিন বছর থেকে প্রয়াত বুদ্ধানন্দ মহাথেরো ভান্তের ভাই পৌ ঘরের নাতি অসীম বড়ুয়া, রনি বড়ুয়া, জনি বড়ুয়া কর্তৃক আয়োজিত ও প্রয়াত সন্তোষ বড়ুয়া কর্তৃক প্রতিষ্ঠিত ধারাবাহিকতাই এই বছরও অনুষ্ঠিত হলো জ্ঞাতী সম্মেলন। পরে সকাল পূজনীয় ভিক্ষু সংঘ ও গ্রামবাসী ও জ্ঞাতী স্বজন মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn