
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ আমতল এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা লাইসেন্স বিহীন মেসার্স শাহ আমানত ব্লিক ম্যানু ২০ লক্ষ টাকা জরিমানা আদায় করে পরবর্তী লাইসেন্স না পর্যন্ত ইট উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৯ মে) চন্দনাইশ উপজেলার উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ আমতল এলাকায় পরিবেশ অধিদপ্তর চন্দনাইশ উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয় ।
এবং সম্পূর্ণ অবৈধ ভাবে গড়ে উঠা মেসার্স শাহ্ আলী রেজা (রঃ) ব্রিকস ম্যানু , মেসার্স পটিয়া ব্রিকস ম্যানু দুটি সম্পূর্ণ ভাবে গুরিয়ে দেয়া হয়েছে।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবার্হী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, এ উপজেলায় ৩৩ টি ইট ভাটার মধ্যে ৫ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাকি ২৭ টি ইটভাটা ছাড়পত্র নেই। এ অভিযানে ২য় বারের মতো অবৈধ ভাবে গড়ে উঠা ২টি ইটভাটার চিমনি ধ্বংস করে একটিকে ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে ছাড় পত্র বিহীন ইট ভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সব ইটভাটা ভেঙে দেয়া হবে এ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক উর্মি সরকার নমুনা সংগ্রহকারী চন্দন বিশ্বাস চন্দনাইশ থানার এসআই অজয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ একটি দল ,আনসার সদস্য, ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।