
চন্দনাইশ উপজেলাধীন পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারের ধার্মীক উপাসক ও ঐতিহ্যবাহী পরিবারের প্রয়াত শ্যামাচরণ বড়ুয়া, প্রয়াতা কিরণ বালা বড়ুয়া, নিরোধ বরণ বড়ুয়া, শুক্লা বড়ুয়া , মুকুল বিকাশ বড়ুয়া’র সহধর্মিণী (মিশুর মা)’র মৃত্যুতে পারলৌকিক সদগতি সুখ শান্তি কামনায় পূণ্যদানে সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান, পবিত্র মঙ্গল সুত্রপাঠ গতকাল ১৪ আগস্ট সোমবার নিজ বাড়ি পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। এতে
সভাপতিত্ব করেন চন্দনাইশ ভিক্ষু পরিষদ সভাপতি জ্ঞানরত্ন মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ও চরবরমা সুগত বিহারের নবরূপকার অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান ও চন্দনাইশ উত্তর হাসিমপুর বন বিহারের নবরূপকার অধ্যক্ষ প্রজ্ঞানন্দ স্থবির। অনুষ্ঠান উদ্ধোধন করেন চন্দনাইশ ভিক্ষু পরিষদ সাধারণ সম্পাদক ও পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহার সভার অধ্যক্ষ ধর্মদূত ড. সুমনপ্রিয় স্থবির। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ও জামিজুরী গৌতম বিহারে অধ্যক্ষ বোধিমিত্র স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি.এস আনন্দবোধি স্থবির, সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ তিষ্যমিত্র ভিক্ষু, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অন্তেবাসী শাসনজ্যোতি ভিক্ষু, রূপানন্দ ভিক্ষু,মেত্তানন্দ ভিক্ষু, মুদিতানন্দ ভিক্ষু, নিমফুল বিনয়মিত্র ভিক্ষু, আরেক্ষামিত্র ভিক্ষু শ্রামণ। জ্ঞাতীস্বজন পুণ্যর্থী আত্মীয় পরিজন উপস্থিত থেকে প্রয়াতা রানু বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি নির্বাণ সুখ শান্তি কামনায় পুণ্য দান করে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।