
অদ্য ৫ মার্চ ২০২৩ ফটিকছড়ি উপজেলাধীন জাহানপুর গ্রামস্থ কোঠেরপাড় বৌদ্ধ কল্যাণ সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক, ফটিকছড়ি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট আইনজীবী, সাবেক এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এডভোকেট শ্যামল কান্তি বড়ুয়া আজ নিজ বাসায় ভোর ৬ ঘটিকায় পরলোকগমন করেন। এ বহুপ্রতিভাবান সমাজ হিতৈষী ও সুবক্তা ছিলেন।মৃত্যুকালে স্ত্রী- শিক্ষিকা শ্রীপর্ণা বড়ুয়া, একমাত্র কন্যা ডা: উদিতি বড়ুয়া, নাতি নাতনী, জামাতা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।প্রথম অনিত্য সভা তার নিজ বাড়ি ফটিকছড়ি কোঠেরপাড়ে অনুষ্ঠিত হয়।শেষ অনিত্য সভা শতাব্দির ঐতিহ্যবাহী পূণ্যস্থান চট্টগ্রাম বৌদ্ধ বিহারের নিচে বিকাল ৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথের, লোকপ্রিয় মহাথের, এম. বোধিমিত্র মহাথের, আনন্দবোধি থের, সংঘশ্রী থের, অক্সিজেন ত্রিরত্ন বিহারের উপাধ্যক্ষ শান্তবোধি থের, শ্রদ্ধাতিষ্য ভিক্ষু, মেত্তানন্দ ভিক্ষু। স্মৃতিচারণ করেন ডা: প্রভাত চন্দ্র বড়ুয়াসহ আরো অনেকে পুষ্প দ্বারা সম্মান জ্ঞাপন করেন।এতে অনেক মহান ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এ প্রতিভাবান ব্যক্তিকে চাঁন্দগাও মহাশ্মশানে সমাহিত করা হয়।
উল্লেখ্য, আগামী ১০ মার্চ শুক্রবার দুপুর তার সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান অক্সিজেনস্থ বাসায় অনুষ্ঠিত হবে। তার পারলোকিক সদগতি কামনা করে ভিক্ষু সংঘ জ্ঞাতি স্বজনকে উপস্থিত থেকে পুন্যদান দেওয়ার আহ্বান জানান।