২৫ এপ্রিল ২০২৩ খ্রিঃ চট্টগ্রাম বন্দরের ১৩৬ তম বন্দর দিবস পালন করা হয়। দিবসের শুরুতে সকাল ৯.৩০ মিনিটে বন্দর ভবন সম্মুখস্থ চত্বরে চট্টগ্রাম বন্দরের মাননীয় চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি মহোদয় কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর চেয়ারম্যান মহোদয় বন্দর কর্তৃপক্ষের সকল সদস্য, সকল বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বন্দর দিবসের কেক কাটেন। পরবর্তীতে বেলা ১২.০০ ঘটিকায় শহীদ মোঃ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বন্দরের বিগত দিনের সাফল্য ও উন্নয়নমূলক কার্যক্রমের তথ্যাদি সম্বলিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করা হয় এবং চেয়ারম্যান চবক কর্তৃক লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।
Post Views: ৬০