বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগরীর বায়েজিদে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

চট্টগ্রাম নগরীর বায়েজিদে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন স্টারশিপ সড়কের তেতুলতলায় সাফিয়া খাতুন নামে এক বৃদ্ধার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে মো: ইসহাক গংদের বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগী সাফিয়া খাতুন বলেন,তাদের (ইসহাক গং) সাথে এই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ
চলিয়া আসছে। বায়েজিদ থানাধীন স্টারশীপের পিছনে এবং পাহাড়িকা সোসাইটি পশ্চিমে (চক্রসোকাননের উত্তর পাশে) তেঁতুল তলা এলাকায় আমার ১৭.৫০ কানি জায়গা আছে।
আমার জায়গা ফিরে পেতে বর্তমান সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সাফিয়া খাতুনের ভাগিনা মো: নাছির উদ্দিন বলেন,
মো: ইসহাক মিয়া (৫৫), আবুল হাশেম (৫২) এবং মো: আহমেদ নবী (৫০) এরা উচ্ছশৃঙ্খল, ভূমি দস্যু, প্রতারক ও দখলবাজ।
তারা আমার অসহায় খালার এই জায়গা দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখল করে রাখছে। তাই আমি চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার খালার জায়গা খালাকে ফিরিয়ে দেওয়া হোক।

এ বিষয়ে আবেগে আপ্লূত হয়ে সাফিয়া খাতুনের মেয়ে বলেন,ইসহাকগংরা দীর্ঘদিন যাবৎ আমার উক্ত জায়গা দখল করার পায়তারা করছে।আমরা আমাদের জায়গায় গেলে বিভিন্নভাবে তারা (ইসহাক গং) আমাদেরকে হুমকি ধমকি দেয়।

এ বিষয়ে জানতে মো: ইসহাক মিয়ার (৫৫) মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn