শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেল লাইনে প্রতিটি ষ্টেশনে লোকাল ট্রেন থামিয়ে যাত্রীকে উঠা নামার সুযোগ প্রদানের দাবীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেল লাইনে প্রতিটি ষ্টেশনে
লোকাল ট্রেন থামিয়ে যাত্রীকে উঠা নামার সুযোগ প্রদানের দাবীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে স্মারকলিপি প্রদান

 

চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেল লাইনে লোকাল ট্রেনগুলোকে প্রতিটি ষ্টেশনে দাঁড়িয়ে সাধারণ যাত্রীকে উঠা নামার ব্যবস্থাগ্রহণের দাবীতে বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এর মাধ্যমে ২ ফেব্রুয়ারি ২০২৫খ্রি. দুপুরে স্মারকলিপি প্রদান করেছেন চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রাম। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক, ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, অধিকারের ফোকাল পার্সন সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, চন্দনাইশের কৃতিসন্তান দৈনিক
আনন্দ বার্তার সম্পাদক, শ্রীমৎ আনন্দ বোধি ভিক্ষু, দেলোয়ার হোসেন, খায়ের আহমেদ প্রমূখ। স্মারকলিপিতে বলা হয় চট্টগ্রাম-দোহাজারী রেল লাইনটি অতি প্রাচীন। এই লাইন নতুন সম্প্রসারণের মাধ্যমে কক্সবাজার পর্যন্ত চালু হয়েছে ট্রেন। লোকাল ট্রেনগুলোর মাধ্যমে এই অঞ্চলের হাজার হাজার মানুষ চট্টগ্রাম নগরীতে ব্যবসা বাণিজ্য ও চাকুরির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম ছিল। এখন রেল লাইন উন্নত হওয়ার পর এই লাইন দিয়ে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত চলাচলের নিরাপথ যাত্রার সূচনা হয়েছে। কিন্তু যে অঞ্চলের উপর দিয়ে ট্রেন চলাচল হচ্ছে, সেই অঞ্চলের সাধারণ জনগণ ট্রেন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা অত্র অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াতের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে কালুরঘাট সেতুর পর থেকে দোহাজারী পর্যন্ত প্রতিটি ষ্টেশন বিশেষ করে পটিয়া পরবর্তী চক্রশালা, খরনা, কাঞ্চননগর, সৈয়দাবাদ, হাশিমপুর, দোহাজারীতে প্রতিটি ষ্টেশনে ট্রেন থামিয়ে সাধারণ যাত্রীকে উঠা নামার সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি দাবী জানাচ্ছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn