শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম জেলা প্রশাসনের বিরুদ্ধে উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে প্রতিষ্ঠান উচ্ছেদের অভিযোগ

উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার পরও চট্টগ্রামে একটি সেবাপ্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পত্তি উচ্ছেদ করে ভবনে তালা লাগিয়ে দিয়েছে জেলা প্রশাসন। বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ ও গ্যাস লাইনও। এই ঘটনার প্রতিবাদে ‘আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্টস রিসার্চ সেন্টার’ নামে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট সাইফুর রহমানসহ একদল আইনজীবী জেলা প্রশাসনের নেজারত শাখা বরবার এই স্বারকলিপি দেন।

এ সময় এডভোকেট সাইফুর রহমান বলেন, আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্ট’স রিসার্চ একাডেমী, চট্টগ্রাম’ সরকার নিবন্ধনকৃত একটি অরাজনৈতিক সমাজসেবামুলক সংস্থা। বিগত ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উক্ত সংস্থাটি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি চর্চার পাশাপাশি বিভিন্ন গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের সেবা ও কল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে যা এখনো অব্যাহত আছে। প্রতিষ্ঠানটি তার কর্মকান্ড পরিচালনার জন্য চট্টগ্রাম নগরের চকবাজারের সিরাজদ্দৌল্লা রোডের পোষ্ট অফিসের বিপরীতে ২০০৩ সালের ২৯ জানুয়ারি সাফ কবলা মূল্যে ৭ শতক জায়গা ক্রয় করেন। এই জায়গা নিয়ে পাশের এক ব্যক্তির বিরোধ হলে সেটি নিম্ন আদালত হয়ে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শেষপর্যন্ত হাইকোর্ট ডিভিশন ২০০৭ সালের ৭ আগস্ট এক রায়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিটি ভোগদখলে রাখতে আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্ট’স রিসার্চ একাডেমীর পক্ষে জারি করা স্থগিতাদেশের সময় বৃদ্ধি করেন। আর মামলাটি এখনও চলমান আছে।

তিনি বলেন, হাইকোর্টের এই স্থগিতাদেশ অমান্য করে গত ১৫ জুন, ২৩ তারিখে সিনিয়র সহকারী কমিশনার মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে উক্ত সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত বিল্ডিংটি জোর পূর্বক বিনা নোটিশে বৈধ ভাড়াটিয়াদেরকে উচ্ছেদ করে সিলগালা করে দেয়া হয়। আর মহামান্য হাইকোর্টের সিভিল রিভিশন নং- ৩৩৬৫/২০০৫ পেন্ডিং এবং স্থগিত আদেশ বলবত থাকাবস্থায় সরকারের কোন সংস্থা উক্ত সম্পত্তির উপর জোর পূর্বক দখল বা উচ্ছেদ আইনের প্রতি চরম অবজ্ঞার সামিল।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বারের সিনিয়র আইনজীবী এডভোকেট শামসুল আলম, এডভোকেট এহতেশামুল হক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক এ জি এস এডভোকেট কবির হোসেন, এডভোকেট সাদাত হোসাইন,এডভোকেট আরিফুর রহমান, এডভোকেট মোজাফফর আহমদ, এডভোকেট ইসমাইল গণিসহ অসংখ্য আইনজীবি উপস্থিত ছিলেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn