
চট্টগ্রাম জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন
বৈষম্যবিরোধী আন্দোলনে শ্রমিকদের অবদান অস্বীকার করা যাবে না
স্বৈরাচারি হাসিনা দেশে আর কখনো আসতে পারবে না – এ এম নাজিম উদ্দীন
অদ্য সন্ধ্যা ৭ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের চট্টগ্রাম জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন-এর অভিষেক ও বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা সফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে গণতন্ত্র মুক্তির আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলন, সংগ্রামে শ্রমিকদের ভূমিকা কখনও অস্বীকার করা যাবে না। চট্টগ্রাম নগরকে জনস্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শ্রমিক সংগঠনগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। কথিত ফ্যাসিস্ট স্বৈরাচার দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠার পায়তারা করছে। তা কখনো হতে দেওয়া যাবে না। এদেশের জনগণকে সাথে নিয়ে শ্রমিক জনতা আবার প্রতিরোধ গড়ে তুলবে। বাইন্ডিং শ্রমিকদের আন্দোলন সংগ্রামের ইতিহাস গণতান্ত্রিক আন্দোলনে একটি ঐতিহ্য বহন করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে গণতন্ত্র পুনর্গঠন ও ৩১ দফার আলোকে দেশ সংস্কারের যেই পদক্ষেপ নিয়েছেন তা বাস্তবায়ন করা একান্ত জরুরী। এজন্য গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা দরকার। প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দীন বলেন, স্বৈরাচারি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে তার দলের অসংখ্য সমর্থক ও দোসরদের যেভাবে বিপদে ফেলে গেছে দেশের বিরুদ্ধে বিশ্বব্যাপি ষড়যন্ত্র করে দেশেবাসীকেও বিপদের ফেলার পায়তারায় লিপ্ত রয়েছে। দেশের মানুষ কখনো তা বাস্তবায়ন হতে দেবে না। বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি অনুরোধ, শ্রমিকদের রুটি রুজি ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বর্তমানে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য কমানো একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। শ্রমিকদের কল্যাণের স্বার্থে নুন্যতম মজুরি কমিশন ঘোষণার দাবি জানাচ্ছি। এজন্য দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা অতি জরুরি। উদ্বোধনী বক্তব্য প্রদানকালে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন বলেন, বাইন্ডিং শ্রমিকদের বিপ্লবী সংগ্রামের কথা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান যেভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন তাতে আমরা মনে করি এই সংগঠনের গুরুত্ব অত্যধিক। যে কারণে অন্যান্য শ্রমিক সংগঠনের তুলনায় বাইন্ডিং শ্রমিক দলে বিভিন্ন দাবি দাওয়ার প্রতি গুরুত্ব প্রদান করা দরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দীন। উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য অভিষেক অনুষ্ঠানে সকলের প্রতি আহ্বান জানাই। বিশেষ অতিথি আবদুল মান্নান বলেন, সকল বাধা বিপত্তি অতিক্রম করে বাইন্ডিং শ্রমিকদের পাশে অতীতেও ছিলাম এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি ও দক্ষিণ জেলার সভাপতি শফিকুর রহমান চেয়ারম্যান, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শাহ নেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ওয়াসা শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ মামুন, টেরিবাজার দোকান কর্মচারীর সমিতির সভাপতি কফিল উদ্দিন, জেলা নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফরিদ। এসময় আরও উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম মজুমদার মিলন, অপু সিং, আবুল হাশেম, ফয়েজ আহমদ বাবুল, আব্দুল বারেক, মো. মিয়া, মো. জামাল উদ্দিন, আব্দুল লফিত, কামাল উদ্দিন, বেলাল আহমদ প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরান তেলওয়াত করেন মো. আরাফাত। ৭১’এর মহান স্বাধীনতা যুদ্ধ ও আগস্ট ২০২৪-এ শহীদদের স্মরণে সকলের মাঝে তবরুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।